চেতনা ও মূল্যবোধের আলোয় আলোকিত-মাহবুবা আখতারের কবিতা “কিছু এলোমেলো আলাপি কথা’’

212
মাহবুবা আখতারের কবিতা “কিছু এলোমেলো আলাপি কথা’’

কিছু এলোমেলো আলাপি কথা
মাহবুবা আখতার

একটি প্রণয়– তোমাতে সমর্পণ
একটি সকাল –প্রত্যাশার রঙিন চাদর,
একটি সূর্য ওঠা –আহ্নিক জীবনের,ধর্মঘট” ভাঙ্গারগান”
একটি তুমি–শুধু তুমি -ব্যাকুল ভাঙচুর,ওম শান্তি।
একটি ইচ্ছে –লুটপাটে পরিত্যক্ত শ্যাওলায় ভেজা স্মৃতির মানচিত্র,
একটি অঙ্কুর –জীবনের কর্ষণ ভূমির বোধিবৃক্ষ,

একটি কবিতা –গণসংগীত, বিদ্রোহের দাবানল,
একটি স্বপ্ন –আশা-নিরাশার চতুর্দোলা, সোনার হরিণ।
একটি প্রত্যাশা–নাচের মুদ্রা,ভৈরবী রাগ,
একটি তুমি –বড্ড আকাঙ্ক্ষার,বড্ড প্রয়োজন বড্ড শুশ্রূষার
একটি প্রত্যয় –ঠুমরী খেয়াল ধুন,স্বাপ্নিক নিষ্ঠুর সহিস,
একটি যুদ্ধ –নেতার স্বেচ্ছা অন্তর্ধান,রাজপথ, ফসলী জমিতে রক্তের প্লাবন।ছোপছোপ রক্ত দাগে পত্পত্ জাতির পতাকা।

একটি ভুল –শংকা,,ব্যর্থতার গ্লানি, স্তুতিময় শোক,
একটি মৃত্যু — শোক গাঁথা বিলাপ,দীর্ঘশ্বাস,নিকষ অন্ধকার অমাবস্যা,
একটি জয় —-পরম প্রাপ্তি,ঐশ্বর্যের রোশনাই, দীপিত আশা জাগানিয়া, রক্তাক্ত উত্থান, পূর্ণতার মহা প্লাবন।
অতঃপর —————
একজন তুমি—প্রার্থনার নদী, প্রাণময় কান্ডারী, হার্দিক ভালোবাসা।
একটি তুমি– রাত্রিদিন জেগে থাকা সমুদ্র সৈকত,সর্বনাশ, নিদারুণ কাব্য কথা প্রিয়তম।
একটি তুমি — বসন্ত বিলাস, জোয়ার ভাঁটার নিষ্ফলা জলের প্লাবন,
একটি তুমি শুধু তুমি, শুধু তুমি, অঝোর বরিষণের শ্রাবণ আকাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here