মূল্যবোধের আলোয় আলোকিত-নাসরিন জাহান মাধুরীর সম্পূর্ণ ভিন্নধর্মী কবিতা “মেমসাহেব’’

234
নাসরিন জাহান মাধুরীর সম্পূর্ণ ভিন্নধর্মী কবিতা “মেমসাহেব’’

মেমসাহেব
নাসরিন জাহান মাধুরী

মেমসাহেব লিখা কি রেডি?
কিসের লিখা? এখন ভীষণ ঘুম পাচ্ছে..
ঘুমের অতলে তলিয়ে যায় মেম সাহেব
গুমোট অন্ধকার ঘরে গভীর ঘুম
যেন কবরের অন্ধকার
নিঃশ্বাস প্রশ্বাসের গভীর ছন্দ
ঘুম থেকে জাগতে চায় না মেমসাহেব..
ঘুমিয়ে থাকাটাই পালিয়ে থাকা..
জীবন থেকে, সব বেদন থেকে…

বহুদূর থেকে ভেসে আসে কার কন্ঠ!
ঘুমোবেন না মেমসাহেব! এটা নয় ঘুমের সময়!
ঘুমের সময়! সবাই ঘুমিয়ে যাচ্ছে একে একে!
মেমসাহেব কার জন্য জেগে থাকবে!
অতল অন্ধকারে মাথায় যন্ত্রণা খুটখুট করে..
তন্দ্রাঘোরে মেমসাহেব টেবিলের কাছে যায়
হাতে কলম ধবধবে সাদা কাগজে কি লিখে..
হঠাৎ ভীষণ ঝাঁকুনিতে ঘুম ভাঙে…
কাগজটা খুঁজে, হাতে নেই কোথাও নেই..
মেমসাহেব ভেবে পায়না তার লিখাটা কোথায় উধাও হলো!
কি লিখেছিলো মনে আসে না আর…
শুন্য দৃষ্টিতে তাকিয়েই থাকে
আবার মনে বাঁধতে থাকে বেদনার রঙ সব গভীর নীল যন্ত্রণায়…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here