“পরিবর্তন চাই ”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি রেবা হাবিব

385
“পরিবর্তন চাই ”কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি রেবা হাবিব

পরিবর্তন চাই

রেবা হাবিব

——————
অনায়াসে আমি ফিরি বার বার
স্মৃতির কুঞ্জে ।
স্মৃতির গর্ভে জমা কান্না
উত্তাল ঢেউ দীর্ঘশ্বাসের।
পাতা ফুঁড়ে বেরিয়ে আসে যত
নিস্ফল কামনারা !!
সূর্যহীন ভোরের প্রহসনকে
নালিশ জানাই
পরিবর্তন চাই !! বিশাল পরিবর্তন।
মাতাল নদীর স্কেচবুকে
মেঘ এঁকে যায় সময়ের লিপি।
জীবন যুদ্ধে ক্ষণস্থায়ী দয়া, করুণা, প্রেম চাতুরতা
উবে যায় মেঘের সরোবরে।
ভাগ্যের গাড়ি অনড় জানিয়ে দেয়
থেমে যাও এই পথে
যেতে হবে অন্য কোথাও
সময়ের সিঁড়ি ভেঙে
বিধাতার হেড অফিস এ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here