দিদৃক্ষা
সাহানুকা হাসান শিখা
দূর থেকে দেখছি
আমার সুখের সাতকাহন।
মনে বড়ই সাধ জাগছে
করবো অবগাহন।
দিনে দিনে ধরে জঠরে
জন্ম নিল কোন যে সুদূরে
ক্ষণে ক্ষণে জাগে দিদৃক্ষা,
একটু খানি দাও না ভিক্ষা।
মহাসাগরের বাতাসে বাতাসে,
তারই ঘ্রাণ ছুটে আসে।
আমার মুগ্ধতা প্রাণ জুড়ে
শব্দেরা সব আনন্দে ভাসে।
দারুণ আশা বেঁধেছি বুকে,
আসবে এবার উড়ে উড়ে,
হবে না ব্যার্থ এই প্রত্যাশা,
সন্তান রবে কোলটি জুড়ে।
জড়িয়ে ধরে বলবো তাকে
কতো কথা যে তোর শরীরে
কতো অনুভূতি কতো আকুতি
তোর শব্দের ভীড়ে।
তোর বুকে লুকিয়ে আছে
অদৃশ্য এক ইতিহাস।
ভিনগ্রহে ছুটে যাবার প্রচণ্ড প্রয়াস