বিশ্ব নারী দিবস ২০২২ উপলক্ষ্যে চেতনার আলোয় আলোকিত-শারমিন আ-ছেমা সিদ্দিকীর কবিতা “আমি নারী’’

232
শারমিন আ-ছেমা সিদ্দিকীর কবিতা “আমি নারী’’

আমি নারী
শারমিন আ-ছেমা সিদ্দিকী

আমি নারী—
নইতো কোন ভাসমান পাতা,
স্থির লক্ষ্যে হেঁটে যাই
করে অতিক্রম শতো বাঁধা।।

আমি নারী তাই–
জ্বলি জীবাশ্ম জ্বালানীর মতো,
আমাকে জ্বালাতে এলেই
হয়ে যাবে ক্ষত-বিক্ষত।।

আমি নারী—
কারো কন্যা, জায়া,জননী,
স্নেহ মমতায় রেখেছে আগলে
সবুজে ঘেরা এই ধরণী।।

আমি নারী —
চঞ্চলা, চপলা, হরিণী,
বজ্রের মতো গর্জে উঠি
কখনো নেকড়ে বাঘিনী।।

আমি নারী —
চলি দুর্বার গতিতে,
দুর্জয়কে করবো জয়
এই শুধু জপি মনেতে।।

আমি নারী —
স্নিগ্ধ, কোমল, ভালোবাসাময় মন আছে আমারও
লড়াই করি টিকে থাকতে
প্রতি মুহুর্ত, প্রতিক্ষণ তবুও।।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here