ভারত থেকে বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি-সোনালি মণ্ডল আইচের নির্বাক অন্তরের কবিতা“একটা ভিজে চড়ুই”

287
-সোনালি মণ্ডল আইচের নির্বাক অন্তরের কবিতা“একটা ভিজে চড়ুই ”

একটা ভিজে চড়ুই
-সোনালি মণ্ডল আইচ


তোমারও বুঝি বৃষ্টিতে মন খারাপ
আশ্বিনের বৃষ্টি করে কি যে অনাসৃষ্টি
আমাদের সেই দু’বছরের আলাপ
লৌকিকতা টুকু বড্ড বেশি ছিল মিষ্টি

একলা কাপের বিলাপ ওঠে ধোঁয়ায়
পূর্বাভাসে কেন বাজাও যে একতারা।
রোদ্দুর নামের কিরনবালা ঘুমায়
ঝালাপালা কান বেজে যায় মেঘপাড়া

চিরিক চিরিক ডেকে ডেকে ওড়া উড়ি
ভিজিস না আর পালক সামলে রাখ
আকাশ মাথায় পান্থ করে ঘোরাঘুরি
গান নিয়ে আজ দুপুর জেগে থাক
জাগিয়ে দে মন থাকিস না দূর দূর
রামধনু মন আঁকছে যে সমুদ্দুর।

(কলকাতা)
©Sonali Mandal Aich

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here