আমেরিকা থেকে কাব্য ভারতী কবি-সাহানুকা হাসান শিখার কবিতা“সেই কবিতা কবি”

268
আমেরিকা থেকে কাব্য ভারতী কবি-সাহানুকা হাসান শিখার কবিতা“সেই কবিতা কবি”

সেই কবিতা কবি
সাহানুকা হাসান শিখা

তুমি কি সেই কবিতার কবি ?
যে কবিতা হৃদয়ের প্রতিচ্ছবি।
যে কবিতা আকাশের মত বিশাল
যে কবিতা সাগরের দূরন্ত ঢেউ
যে কবিতা মানুষের মনের কথা
যে কবিতা হৃদয়ের নোনা ব্যাথা।
তুমি কি সেই কবিতার কবি ?
কবিতা তোমার জীবনের সবই।
রোদ ঝলমলে সকাল বেলা
কবিতার শরীরে করে আলোর খেলা।
ক্লান্ত দুপুরে একটু অবসরে,
কবিতার গায়ে সুগন্ধী ঘাম ঝরে।
পৌষের বিকালে হাল্কা শীতে,
কবিতাকে জড়িয়ে ধরো অতর্কিতে।
গোধুলী সন্ধ্যায় বেলা শেষের আলো,
কবিতার এবার প্রাণ পেলো।
একলা নদীর শীতল জলে,
কাটছে সাঁতার কতো না কৌশলে।
গভীর রাতে বাঁশ বাগানে জোসনা ঝরে,
কবিতা তখন ঘুমের ঘোরে।
কবিতার কবি স্বপ্নে বিভোর,
কবিতার পায়ে পরায় নুপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here