প্রাসঙ্গিক
সোনালি মণ্ডল আইচ
সময়ের ফাঁক চিঠিতে, লেবেল সাঁটা
বিষয়ের ডাক টিকিটে, লাগিয়ে আঠা
কে দেয় একটুকুতেই অমোঘ তাড়া?
ডেকে ডেকে হত্যে দিলেও পাইনে সারা।
অনিকেত হয় কবিতা, বইয়ের ছড়া’য়
শালিকের নয় ছবিটা, হয়তো চড়াই
পাইনে ঘুমের পাড়ায় কূলকিনারা
রোজ তাও রাতদুপুরে নাড়ছে কড়া।
চরাচর ডাকছে ডাহুক, কিবা ক্ষতি?
গাছেদের শাখা বাঁচুক, জিইয়ে ইতি
মাটি যে মেঘের দিকে পাগলপারা
দেখ ঐ আকাশ রাগে নয়ন ধারা।
কলকাতা
©Sonali Mandal Aich