রাতের পাখি
শারমিন সিদ্দিকী
আমি রোজ রাতে আকাশে তাকাই
শুধু তোমাকে দেখার জন্য,
জোস্না স্নিগ্ধ রাত আলোকিত আকাশ
সবই তোমার -আমার জন্য।
আমার গাছের ফুলগুলোও শুধু
তোমার অপেক্ষা করে,
আমার তোমাকে সুবাস দিয়ে
স্বাগত জানাবে বলে।
তুমি মুচকি হেসে কেন অমন করে
তোমার মুখটি লুকাও,
চাদের আলোয় দেখলে তোমাকে
কেন মেঘের আড়ালে যাও?
আজ সেই তারায় খচিত আকাশ
কানে কানে আমায় বলে,
তাকিয়ে থেকো দেখবে তারে
অভিমানে কেন যাও চলে?
তোমার জন্য রেখেছি যতনে আমি
সোহাগে ভরা ভালোবাসা, তোমাতেই আমি থাকব আজীবন
করেছিনু কত আশা।
তাকিয়েই শুধু থাকি আমি
হয়ে রাতের পাখি,
দেখবো তোমায় তাই ওগো—
মেলে রাখি আখি।
এসোনা একটু বাহুডোরে মোর
তব নেই ঘ্রাণ,
তোমাকে দেখার বাসনায় আমার
ছুটে যায় প্রাণ।