নবান্ন
***নাসরিন জাহান মাধুরী
এখনো উঠোনে ধান সোনালী ধান
রোদে শুকাই
পায়ে পায়ে ধানের শব্দ নুপূরের ছন্দে বেজে যায়–
রোদে পোড়া ধানের সুঘ্রাণে ফিরে যাই
কালান্তরের শৈশবের মাঠে
কাকতাড়ুয়াটি হয়ে আজো ঠাঁই দাঁড়িয়ে আছে কেউ
মৌ মৌ পিঠার গন্ধ
নবান্নের আয়োজনে আসে লেসফিতা
রেশমিচূড়ি, কাজল রেখা আর টাংগাইলের বার হাত শাড়ি
সোনালি পাড়ের রঙিলা শাড়িতে
রূপসী বধূ যায় ভাটি গাঙে নাও বেয়ে বাপের বাড়ি—
উঠোনে ধানের স্তুপ আমি তাকিয়ে থাকি দূর অতীতে–