তবু কেন
——–সেক জাহেদ উল্লা ।
দিনে দিনে এই পৃথিবী হয়েছে দূষিত –
আজ সব আদর্শই মরা ।
চারিদিকে হাহাকার , ক্ষুধা, জ্বালা, এ যেন এক –
কঠোর নির্বাসন কারা ।
তবু কেন মানুষ আনছে নবজাতকেরে –
এই পৃথিবী মাঝে ?
নিজে ভুগছে, অন্যকে ভুগতে দেখে –
আনন্দ কি কিছু আছে ?
হেথায় জন্মেই দেখে চুষে খায় –
একে অপর জনে ।
তবুও কি নেহাত ই কাম সুখে –
মানুষ মানুষকে আনে ?
অমূল্য রতন পাওয়ার জন্য ও কি –
ওড়াচ্ছে কালো ছাই ?
কেবল ই পোড়া সভ্যতার বিষ ছাই উড়বে –
রত্নকনার নেই হেথা ঠাঁই ।