বেলা অবেলা
সাহানুকা হাসান শিখা
মাঝে মাঝে নিজেকে বড্ড
অচেনা মনে হয়।
একটি অজানা পথ দিয়ে
জনম জনম ধরে হাঁটছি
কি ভুল ছিলো, কি বা শুদ্ধ
কিছুই বুঝিনি,
অতীতের তিক্ত অভিজ্ঞতা মিশানো
এক যন্ত্রনাদায়ক মুহুর্ত।
এই নড়বড়ে সেতুর উপর দিয়ে
বর্তমানে চলতে ব্যর্থ।
শোকাহত এক ঝাঁক পাখির আহত
ডানার ঝাপটা।
ছটফট ছটফট করে,ধুকে ধুকে মরে,
কেঁদে উঠে এই প্রাণটা।