আজ কবি নাসরিন জাহান মাধুরীর মেয়ে প্রত্যাশার জন্মদিন । এমনি দিনে মা লিখেছেন “শুভ জন্মদিন”

731
আজ কবি নাসরিন জাহান মাধুরীর মেয়ে প্রত্যাশার জন্মদিন । এমনি দিনে মা লিখেছেন “শুভ জন্মদিন”

শুভ জন্মদিন

নাসরিন জাহানমাধুরী

                                                                “শুভ জন্মদিন”

আজ তোমার জন্মদিন
তুমি আমার মেয়ে
যখন প্রথম কোলে নিলাম!
কেমন পিটপিট করে দেখছিলে
ভাবছিলাম এ কোন শিশুজাদুকর
আমার কোলে এলো?
জন্মের বন্ধন..
সেই ছোট্ট তুমি ছিলে পাগলপারা
মা দৌঁড়াতাম তোমার পিছু পিছু
ধীরেধীরে বড় হতে হতে
কখন আমার বন্ধু হয়ে গেলে..
আমি কত কিছু শিখে নিই তোমার কাছে
যেন তুমিই এখন মা
আমার মন খারাপে জড়িয়ে রাখো আমাকে
অকৃত্রিম ভালোবাসায়
আনন্দ দিনে একসাথে মেতে থাকি আনন্দে
মায়ের মতো আপন কেউ নেই।
মা তুমি ভালো থেকো..
তোমার জীবন সুন্দর হোক
দীর্ঘায়ু হও তুমি
তোমার স্বাধীন সত্ত্বাকে কেউ যেন শিকল না পড়ায়
মাথা উঁচু করে বড় হও তুমি..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here