“মেঘ ”
জয়িতা চট্টোপাধ্যায়
চৈত্র এসে থেমেছে আমার আ্যলবামে
সে বছর তো ঝড় ওঠেনি, তোমার মন জানে
আমিও তো ঠিক দাঁড়িয়ে ছিলাম, একলা দুপুর যেমন,
বিষ মাখানো রোদের তেজে পোড়া শরীর তেমন,
বুকের ভেতর আটকে যাওয়া বাদাম ভাজার ঠোঙা,
রাতের চাঁদ ঠুকরে মারে, রাত্রি কালো ধোঁয়া
তবুও তোমার সামনে আমি দাঁড়াই ঝড়ের পড়ে
পাল্টে দাও চৈত্র মাস, বোশেখ আসুক তারপরে।।