মা, মাগো!
বিশ্বজিৎ কর।
আমি আকাশের ঠিকানা চাই-
যেখানে উদারতা পাব!
আমি ভালবাসার ঠিকানা চাই-
যেখানে উষ্ণতা পাব!
আমি মনুষ্যত্বের ঠিকানা চাই-
যেখানে মান,হুঁশ পাব!
আমি আন্তরিকতার ঠিকানা চাই-
যেখানে স্বস্তি পাব!
আমি “মা”-এর ঠিকানা চাই-
যেখানে সব পাব!
কলকাতা, পশ্চিমবঙ্গ।