শুভ চিন্তার শুভ ভাবনার কবি-রেবা হাবিবের শুভ জন্মদিন। জন্মদিনে তার লেখা একটি কিশোররের চিন্তা ভাবনা নিয়ে গদ্য কবিতা প্রকাশ করা হল ‘’ আমি একদিন মন্ত্রী হবো ‘’

573
দৈনিক আলাপ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা কলমযোদ্ধা- রেবা হাবিব কে ।

আমি একদিন মন্ত্রী হবো
রেবা হাবিব


কৃষকের সন্তান কিশোর!!
কোনরকমে স্কুল পেরিয়ে সবে কলেজে পা রাখা ছেলেটি
প্রাক্তন স্কুলের রাস্তাটি ধরে উত্তরে অজন্তা ট্রেনে চড়ে,
প্রতিদিন কোচিং ক্লাস অভিমুখে ঘুমে ঘুমে স্বপ্ন বুনে
ফুলের মালায় সজ্জিত হয়ে
একদিন এদেশের মন্ত্রী হবে…
ইদানীং এই আশা বারবার জাগিয়ে তুলছে মনে।
বইয়ের পাতার ভাঁজে ভাঁজে অমনোযোগী কিশোর
মাঝেমধ্যেই স্কুল ফাঁকি দিতো, সব্জীর দোকানীর সাথে আলু, বেগুন, পটলের দর নিয়ে বাকবিতন্ডায় মেতে যেত।
ইদানিং রাস্তার ধারে বন্ধুদের দেখাদেখি মেয়েদের দেখলে শিষ দিতে মন চায়।
গ্রাম্য মাতব্বরের ধার্মিকতা আর ভিলেজ পলিটিক্সের জটিল সমীকরণে মাথা উঁচিয়ে স্টেজের দিকে তাকিয়ে
ভাবে একদিন সেও মাথায় টুপি পড়ে ওইজায়গায় দাঁড়িয়ে থাকবে।
হোটেল বয়দের সাথে বিবাদের কারণে প্রচন্ড ঘুষি খেয়ে বুঝলো এখন পাটের সিজন, ভাতের দাম বেশি!!
পথে পথে নাটাই-গুলতি- ফুটবল -ক্রিকেট
ঘাসের বুকে কারো রক্তের ছাপ, চারিদিকে ছিড়েখুঁড়ে খাওয়া হাহাকার!!
বিরক্ত সে নিজের উপর ধুর ছাই!! পকেট ভরা টাকা চাই!! বন্ধুদের সাথে ক্লাসে তার মন নাই, এতো পড়াশোনা করে হবে কি ?? টাকা চাই অনেক টাকা!!
খেলার মাঠে মন নাই, অন্যের মোবাইলে হৃদয় ভাগ হয়ে যাওয়া সময়ের ইন্টারনেটের পাতায় নিজেকে সপে দিয়ে পর্ণো ছবির পাশাপাশি রাজনীতির ছবি, দেবীর বেদীতে মানুষের অপমান, মসজিদে হামলা, দলে দলে ঢুকে পড়া বিভীষিকা সবই বুঝতে চেষ্টা করে কিশোর।
এখন আর ইচ্ছে করেনা নিজের ছায়া নিয়ে জোছনায় জোনাকির আলোয় দেখানো পথে অন্ধকারে হেটে যাওয়া। সারাক্ষণ মাথায় ঘুরপাক খায় রক্তের সম্পর্কগুলো কেন এতো বিষাক্তময়!!
তারপরও স্বপ্ন বুনে কিশোর একদিন এদেশের মন্ত্রী হবে….
অনেক টাকা হবে পকেট ভর্তি টাকা!!
(রেবা হাবিব)….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here