“’কবিতার অভিলাষ” কবিতাটি ভালোবাসার গল্পকে বাস্তবতায় রূপ দিয়েছেন কবি রীতা ধর

989
“'কবিতার অভিলাষ” কবিতাটি ভালোবাসার গল্পকে বাস্তবতায় রূপ দিয়েছেন কবি রীতা ধর
কবি রীতা ধর

‘কবিতার অভিলাষ’

                             রীতা ধর

তোমার জন্য গেঁথেছি কিছু শব্দের মালা
ছন্দ,উপমা আর কারুকার্যে
তুমি হবে শ্রেষ্ঠ কবি ,আমি কবিতা
হৃদয়ের সমস্ত সুন্দর নিংড়ে
শুধুই আমার জন্য
তুমি কবিতা লিখবে?

যদি বলো,উপমার অলংকারে
হৃদয়টা সাজিয়ে দিব তোমার
ভালোবেসে মেঘের পালক এনে
গড়ে দিব স্বপ্নের তাজমহল
শুধুই আমার জন্য
তুমি কবিতা লিখবে?

যদি বলো,সাগর অতল ছেঁকে
এনে দিব অসংখ্য নীল ঝিনুক
বুক পেতে সয়ে যাব
বেদনার ঢেউ..
শুধুই আমার জন্য
তুমি কবিতা লিখবে?

যদি বলো,আকাশের ধ্রুবতারায়
কণ্ঠে তোমার পরাব মনিহার
চোখের কাজলে পড়ে নিব
অমাবস্যা রাত,,,
শুধুই আমার জন্য
তুমি কবিতা লিখবে?

যদি বলো,ছোট্ট ছাউনি ঘরে
বিলিয়ে দিব চরাচরের সুখ
কান্না লুকায়ে কনকাঞ্জলি
দিব কবিতার পায়…
শুধুই আমার জন্য
তুমি কবিতা লিখবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here