ওপার বাংলার কবি- মধুছন্দা গাঙ্গুলী এর আত্মবোধে অনন্য সৃষ্টি কবিতা “ভাঙ্গন ”

460
মধুছন্দা গাঙ্গুলী এর আত্মবোধে অনন্য সৃষ্টি কবিতা “ভাঙ্গন ”
ওপার বাংলার কবি- মধুছন্দা গাঙ্গুলী

ভাঙ্গন

 মধুছন্দা গাঙ্গুলী

ভেঙ্গে ফেলার খেলায় মত্ত আজ সবে ,
সৃজনে যত সুখ, ধ্বংসে তা কি পাবে !
হৃদয়ের অন্তঃস্থলে যত হিংসার আনাগোনা,
মন নিভৃতে আজ বিলুপ্ত রঙ্গীন আলপনা ।
মানব সভ্যতা আজ দেখি প্রশ্নের মুখোমুখি
সত্যিই মান – হুঁশের বিসর্জনে আমরা কি সুখী ?
বিভেদের ভেদাগ্নিতে আজ জ্বলছে মানব মন,
চেতনার প্লাবনে ভেসে, প্রতিবাদে হবে কবে সচেতন ।
মিথ্যার লাঠিতে আজ সত্যের দেউল ভেঙ্গে খানখান –
কোথায় গেল মনীষীদের বাণী, যা মানবমনে জাগিয়েছিলো তুফান ।
হোক না বন্ধ আজি এই রক্তধারা –
হানাহানির খেলায় যবনিকা পড়ুক,
খুশিতে ভরুক জীবনধারা ,
ভেঙ্গে ফেলা তো বড়ই সোজা,
যদি সৃষ্টি করতে না পারো –
তবে জানবে হে মানবজাতি,
জীবনের জন্য জীবনের কাছে তুমি নিজেই হারো ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here