রবির বিরহে শ্রাবণ ঝরে
জেসমিন জাহান
কার বিরহে অঝোর ধারায়
ঝরছে অবিরল
বুকের ভেতর কষ্ট নিয়ে
শ্রাবণ চোখে জল
টাপুরটুপুর পড়ছে ঝরে
সন্ধ্যা ঘনায় বিলে
রৌদ্র ছায়ার লুকোচুরি
আকাশ ভরা নীলে।
তেপান্তরের ছবি আঁকে
সেই সে বীরপুরুষ
বলাকার ওই পাখায় লাগে
কাব্যেরই জৌলুস
দিক ছাড়িয়ে আপনি হারায়
কোন কাননের ফুল
মেঘ ছুঁয়ে যায় বিরহী মন
পায়না খুঁজে কূল।
মনোবনে দোল দিয়ে যায়
উদাস দখিন হাওয়া
আছো তুমি হৃদয় জুড়ে
এইতো পরম পাওয়া।