কলমযোদ্ধা-মাহবুবা আখতারের উপলব্ধির কবিতা“মৃণ্ময়ী”

278
কলমযোদ্ধা-মাহবুবা আখতারের উপলব্ধির কবিতা“মৃণ্ময়ী”

মৃণ্ময়ী

মাহবুবা আখতার

মৃণ্ময়ী,আজো কি তোমার লাউ,শীমের মাঁচায় ছত্রাক ভরে থাকে।
নিকানো উঠোনে একটি দু’টি ঝরা পাতা
লুটোপুটি খেলে?

মৃণ্ময়ী, তোমার শাদা মেঘের নীল আকাশে ভালোবাসার পাখিরা উড়ে,মেঘ ঝরে।
রোজ বিকেলে মিঠেল সুবাস তোমাকে ছুঁয়ে দেয়,
তুমি আবেশে চোখ বুঁজে মুগ্ধতায় নির্যাস নাও।

এখনো সন্ধ্যাবেলায় দরজায় কড়া নাড়ে অলৌকিক স্বপ্ন?
শাদা শৌখিন চাদরে শয্যা পেতে প্রদীপ জ্বালিয়ে
রাখো ,কারো প্রতিক্ষায়?
হঠাৎ বৃষ্টির শব্দে চমকে ওঠো আগের মতো,

মৃণ্ময়ী,তুমি নীল জোনাকীটাকে ছুঁয়ে দেখেছো?
ভরা জ্যোৎসনায় ধরবে বলে ছুটে বেড়িয়েছো অন্তহীন———

মৃন্ময়ী,আজো কি তোমার হৃদয় ফুঁড়ে রক্ত ঝরে
অলৌকিক লালপদ্ম ক্ষত বিক্ষত হয়
মৃণ্ময়ী—————

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here