ভারত থেকে কলমযোদ্ধা-শকুন্তলা সান্যাল;র উপলব্ধির কবিতা“অহেতুকের বিবৃতি”

281
শকুন্তলা সান্যাল;র উপলব্ধির কবিতা“অহেতুকের বিবৃতি ”

অহেতুকের বিবৃতি
শকুন্তলা সান্যাল

বোঝা কঠিন বোঝানোও ,
যখন উত্তেজনা ভুলে যায় উত্তেজক..

যেদিন দেখলে,শুধু দাউদাউ জ্বলছে আগুন ..
বুঝলেনা, বোঝালেও না ,
উৎস টি কি বা উৎসের কারণ

যখন দিন শীতকালীন,
আগুন দূর থেকে দেখলে,মনে হয় নরম,
কাছে গিয়ে বসি

যখন বুঝলাম, খবর টি জানলাম,
তৃণসম দহন হলো আমার..

অথচ ঘটনা কি
সেটাই
নিজের চোখে দেখিনি,হয়েছি জখম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here