অক্লেশ দেহযাত্রা
আয়েশা মুন্নি
এমন কুয়াশা মোড়া সকালে
তোমাকে দেখার তেষ্টা পায়।
নিজের সৎকার করি আবেগ দমাতে
চোখের ঢলে ভেসে বলি কেন ভালোবেসেছিলাম!
হে সৃষ্টিকর্তা, আমাকে ডানা দাও
গমরঙা মেয়ের কাজল রাঙা পাখির উড়াল চোখে
উল্কার মতো জ্বলজ্বলন্ত অমৃতদ্বীপে,
অক্লেশ দেহযাত্রায় আবৃত হবে সাদা কাফন।