ভারত থেকে সমকালীন সৃজনশীল কবি-শিখা গুহ রায় এর কবিতা “ভালোবাসার তাজমহল ”

282
ভারত থেকে সমকালীন সৃজনশীল কবি-শিখা গুহ রায় এর কবিতা “ভালোবাসার তাজমহল ”

ভালোবাসার তাজমহল

                          শিখা গুহ রায়

বুকে আজ উতপ্ত আগুন
সুখের ছোঁয়া পেতে গেলে
অপেক্ষা করেছি বহু বছর
তবুও কূলহীন সাগরে বৈঠা হারিয়েছি
ভাঙাতরী ভাসিয়েছি উত্তাল স্রোতে।

আলোর ঘরে ঘনিয়ে এসেছে
নিকষ আঁধার কালো কুচকুচে
বেঁজে ওঠে বিরহের সুর
পড়ে থাকে ছেঁড়া তারের গিটার।

তবুও খোঁজে তৃষ্ণার্ত প্রান
যা হারিয়েছি!
ভোরের সকালে পাখির কলোরবে
সোনালি রোদ ঠিক আগের মতোই
গোধূলির শেষ বিকেলে।

আজও আরশিতে লেগে আছে
কিছু অগোছালো চুড়ি ও অন্তর্বাস
নেই শুধু বুকে জড়ানো উষ্ণতার ছোঁয়া।
কি দোষ ছিল নিঃস্বার্থ ভালবাসার?
সেখানে ঢেলে দিলে গরল,
জ্বলন্ত আগুনে আরও একটু পেট্রোল,
পুড়ে দগ্ধ আজ এই দেহ-মন।

তবুও খোঁজে ডানাহীন পাখি
যে ওষ্ঠের চুম্বনে এঁকে ছিলে
ভালবাসার তাজমহল।

কেন চলে গেলে অকালে
হেঁয়ালি মেঘের আলিঙ্গনে হারিয়ে!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here