কলমযোদ্ধা-খাতুনে জান্নাতের ভিন্নমাত্রার কবিতা“ডটডটডট”

252
খাতুনে জান্নাতের ভিন্নমাত্রার কবিতা“ডটডটডট”

ডটডটডট
খাতুনে জান্নাত

….
সময়ের সাঁকো পেরুতে পেরুতে ঠিকানা খুঁজি
ঠিকানা মানে প্রশ্ন চিহ্নের সটান দাঁড়িয়ে থাকা

ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে মিশে যাই বিলীনতা
ঘাস, ফুল, পাখি, রোদের গন্ধ,
মৌসুমি ফসল তোলা খুশি
নদীর অতলে টুপ করে পড়া বটফুল
কবিতা, চিত্র হয়ে তোমার আঙুলে বিচরণ করি
দিনের বার্তাবহ তারুণ্য
অনন্ত ঢেউয়ে মিশে থাকি প্রত্যাশা
তুমি আমাকে খুঁজছো
রাতের শিরায় শিরায় দিনের বার্তা
খুঁজছো পরাগায়নের জ্যোতিতে সংগ্রামের সুপ্ত বাসনা।

হয়ে যাই
শিলাস্তর ধরে রাখা ভারবাহী সংসার, ঘানি টানা
অভাব আর নির্ভরশীলতার গ্লানি
সামনে বাড়িয়ে ধরা চাহিদার চাদর
জবাবদিহিতার কুজ্ঝটিকা
আলকাতরা হিমবাহে আভূম অর্পণ
লাঙ্গলের ফলায় ভূমির নীরব ক্রন্দন
প্রকাশকের হাতে কবির লাঞ্ছনা…

আধখোলা চোখ অনন্ত প্রতীক্ষা,
দাড়িহীন বাক্য ডটডটডট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here