চাই নতুন পৃথিবী
সাহানুকা হাসান শিখা
করোনা মানুষ ছেড়ে এবার
অমানুষকে ধরোনা,
অসহায় জনগনকে রেহাই দিয়ে,
বরজোয়া আর পুঁজিবাদদের মারো।
চিনতে পারছো না এরা কারা?
হা হা হা দেখতে তো অবিকল
মানুষেরই রূপ তারা।
ফিরে যাও তুমি,ইতিহাসের খাতায়,
দেখবে তাদের কৃর্তিকলাপ পাতায় পাতায়।
চিত্ত ভরা রসে রঙে,ক্ষমতা হাতের মুটোয়,
ভীমরুল হয়ে তারা মানুষকে হুল ফুটায়।
এখনও সময় আছে,শিক্ষা দিতে ওদের,
মানবাতা বোধ,মায়া মমতা,হৃদয় নেই যাদের।
বিশ্বটাকে খাচ্ছে জ্বালিয়ে,করছে তছনছ,
মৃত্যুর মুখে অসহায় মানুষ,তাদের হলো যশ।
অমানুষদের দিয়ে বিদায়,নতুন পৃথিবী আনো,
সন্ত্রাস আর স্বৈরচার নির্মূল হয় যেনো।