কলমযোদ্ধা_ প্রদীপ বাগ এর কলমে কবিতা “খাঁচায় বন্দী ”

490
কলমযোদ্ধা_ প্রদীপ বাগ এর কলমে কবিতা “খাঁচায় বন্দী ”

খাঁচায় বন্দী

                  প্রদীপ বাগ

কৃষ্ণ চূড়ায় রাঙিয়ে দিয়ে মলিন বসন্ত এসেছে বিরহি দুয়ারে করাঘাত বিষন্ন ফাগুন,
নীল আকাশে ছায়ে বিষাক্ত কালো মেঘ ‘করোনা’ য় দিকে দিকে জ্বলে শবদাহের আগুন,
থমকে গিয়েছে কবি বসন্তের লেখনী ছন্দ বিহীন ঝরে রাশি রাশি পাতা,
উদাসী হাওয়ায় বুঝি হবে বসন্তের সমাপন,
নিরাশায় আজ দোদুল্যমান জীবনের পেন্ডুলাম ধেয়ে আসে মৃত্যু সুস্থ প্রতিবন্ধী কোঠরা গত দিন যাপন,
আত্মার পরম স্বজন মাঠে ঘাটে শ্রমের ফেরিওয়ালা বন্দী হয়ে রয়েছে গৃহ কোণে,
‘করোনা’ ভাইরাস পরিব্যপ্ত বিশ্বের আকাশে বাতাসে দূষণ মুক্ত জীবনের সন্ধানে,
বড়ো অসহায় লাগে সংসার সাগরে ক্ষুধার কুমির বাহিরে অপেক্ষা হিংস্র ‘করোনা’ বাঘ,
দেখি মৃত্যু মিছিলে শবযাত্রার বিভৎস রূপ বিশ্বে বাঁচো এবং বাঁচাও উঠেছে আওয়াজ,
দিন মজুর ওরা আজ খাবে কি হাওয়া?
ভরা পেটে লক্ ডাউনের ফরমান ভাষণ দেওয়া?
জাতীয় বিপর্যয় মজুত শস্য ভান্ডার হতে যদি না এখুনি হয় গনবন্টন ব্যবস্থা
মিছে লক্ ডাউনে চলে উদ্যত পুলিশের লাঠি চলবে কি এই অরাজকতা??
কিংকর্তব্যবিমূঢ় নিস্তব্ধ পথ প্রান্তর বিরাজিত শ্মশানে শুধু পাখিদের কলতান
পশু পাখি আজ মুক্ত রয়েছে নির্বিঘ্নে এবারে খাঁচায় বন্দী হয়েছে মানুষ ওষ্ঠাগত প্রাণ,
মানব জনমে আজও যদি না আসে অনুভূতি বিপন্ন সকল মানুষের দূর্দশার ব্যথা
মিথ্যা লেখনীর এই বিলাসিতা আত্মপ্রবঞ্চনা তঞ্চকতা যতো কবিতার কথা!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here