পাণ্ডুলিপি
—–মৃণাল কান্তি পণ্ডিত।
আমার পৃথিবী, ধূসর পাণ্ডুলিপি—
বেহুলার কলার ভেলা,অন্তহীন পথচলা।
ধনীর দুয়ারে,ক্ষুধার জ্বালায় অন্ন খোঁজা,
ভূতুম পেঁচার ডাকে, জোনাকির আলো-সজ্জ্বা।
দিক্ লক্ষ্যহীন নাবিকের অতিক্রমণের স্বপ্ন,
পরম্পরা গতিপথ থেকে খসে পড়া ভূতগ্রস্ত চেতনা।
হেমন্ত শেষে ফসল-কাটা শূন্য মাঠ,
হিজল কাঠের রক্তিম চিতা।
ঝড়ো হাওয়ায় নিক্ষেপিত,
হলদে হওয়া শুকনো পাতা।
কালবৈশাখীর তাণ্ডবে ডানা ঝাপটানো,
আহত পাখির নিশ্চুপ ক্রন্দন।।