কলমযোদ্ধা_ মৃণাল কান্তি পণ্ডিত এর কলমে কবিতা “পাণ্ডুলিপি ”

521
কলমযোদ্ধা_ মৃণাল কান্তি পণ্ডিত এর কলমে কবিতা “পাণ্ডুলিপি ”

পাণ্ডুলিপি

—–মৃণাল কান্তি পণ্ডিত।

আমার পৃথিবী, ধূসর পাণ্ডুলিপি—
বেহুলার কলার ভেলা,অন্তহীন পথচলা।
ধনীর দুয়ারে,ক্ষুধার জ্বালায় অন্ন খোঁজা,
ভূতুম পেঁচার ডাকে, জোনাকির আলো-সজ্জ্বা।
দিক্ লক্ষ্যহীন নাবিকের অতিক্রমণের স্বপ্ন,
পরম্পরা গতিপথ থেকে খসে পড়া ভূতগ্রস্ত চেতনা।
হেমন্ত শেষে ফসল-কাটা শূন্য মাঠ,
হিজল কাঠের রক্তিম চিতা।
ঝড়ো হাওয়ায় নিক্ষেপিত,
হলদে হওয়া শুকনো পাতা।
কালবৈশাখীর তাণ্ডবে ডানা ঝাপটানো,
আহত পাখির নিশ্চুপ ক্রন্দন।।

সৃজনের অনাদি দীপ্তি,তবু পেরেছে দিতে—
শীতের তুষারাবৃত্ত ফুটপাতের বিষ-বাষ্প।
উত্তরে হাওয়ায় কম্পিত থরথর অস্হিরতা,
গ্রীষ্মের দাবদাহে মৃত্যুচিন্তা।
আশা-নিরাশার গর্ভ-যন্ত্রণা,
নব অরুণোদয়ের কৃত্রিম আকাঙ্ক্ষা।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here