অতঃপর
জয়ন্ত মল্লিক
কে কতটা সরে যাচ্ছি
পরস্পরের শরীরগন্ধ থেকে
সেসব হাওয়ায় লিখে রেখে
চলো শেষবার পথ হই
ধুলোয় আঙুল ঘষে ঘর আঁকি
পায়ে পায়ে তুলে আনি
মেরুন রঙের ছাদ
বসতি জুড়তে যেটুকু
কেবক সেটুকুই তুমি হও
অতঃপর ভেসে যাক হাওয়া
সূদুর জঙ্গলে…
মধ্যস্থতা
জয়ন্ত মল্লিক
চলতি পথে
আমি পেছনে ঘুরলে দেখি
আমাকে অনুসরন করে
পথও ঘুরে গেছে
আমার ছায়া দাড়িয়ে আছে কেবল
দায়ভারের মত
সেই দায় আর ভারের মধ্যস্থতায়
আমি পথ হয়ে রই