তুমি অপার বিস্ময়
রবীন্দ্র নাথ ঘোষ
তুমি আছো অনন্ত ছন্দের লালিত্যে-
ব্যঞ্জনাময় কাব্য কথার ভিড়ে,
তুমি আছো জোনাকির মায়াবী আলোকে
বাবুই পাখির নীড়ে।
তুমি আছো শিশিরস্নাত পুষ্পরেণুর ঘ্রাণে,
উদ্দাম স্রোতের ঢেউয়ে
বাঁধন হারা প্রাণে।
তুমি আছো উপন্যাসের মধ্যমনি হয়ে,
অজানা যত রহস্যময়তা তোমাকেই আছে ঘিরে,
উপসংহারেও কাহিনীর রেশ হয়নি নিঃশেষ
মনের অলিন্দে বারবার আসে ফিরে।
তুমি আছো স্মৃতির উঠোন জুড়ে বসে-
আধো বিন্যস্ত এলায়িত চুলে,
তুমি আছো খুনসুটি মাখা
টুকরো টুকরো ভুলে।
তুমি আছো প্রতিবাদের চালিকাশক্তি হয়ে,
প্রবহমান চেতনার অগ্নিবলয়ে।
তুমি আছো ইচ্ছাশক্তির সারথীর বেশে,
সম্ভাবনার প্রতিটি কোনায় আছো মিলেমিশে।
তুমি আছো বলে উড়তে চেয়েছি
মুক্ত বিহঙ্গের মত ডানা মেলে,
প্রতিকূলতার বিঘ্ন বিপদ
সমস্ত দিয়েছি ঠেলে।
ভাবনার নির্যাসে আমার
সম্পূর্ণভাবে মিশে আছো তুমি,
তুমি আছো বলে এই অন্তর আজও-
হয়ে যায়নি সাহারার মরুভূমি।