সাম্যবাদী জীবন দর্শনের কবি-জেসমিন জাহান কলমে কবিতা “চলো না বদলে যাই”

539
সাম্যবাদী জীবন দর্শনের কবি-জেসমিন জাহান কলমে কবিতা “চলো না বদলে যাই”

চলো না বদলে যাই 

                    জেসমিন জাহান

মেঘ কেটে ঐ রোদ
আঁধার ধরায় আসুক ফিরে
মনুষ্যত্বের বোধ।

যাকগে আছে যা
একটু ভেবে দেখেছো কী
কিছুই আমার না।

কার কাছে কী কই
ভাবের ঘরে দিয়ে তালা
চুপটি বসে রই।

চোখে নেশার ঘোর
মনের ঘরে সিঁদ কেটেছে
অধরা কোন চোর।

বদ্যিনাথের হাট
দেখবো বলে পাড়ি দেবো
তেপান্তরের মাঠ।

দেখছি নিতুই কাছে
সময় পেলে কইবো কথা
ভুলে না যাই পাছে।

ঐ তো কানা গলি
দ্যাখেন যদি নুলো ব্যাটা
চুপটি করে চলি।

পাশ কাটিয়ে যাই
পাশের জনের খবর নেয়া
হয় না যেনো তাই।

কাশির শব্দ পাই
যাই না কাছে অষ্টপ্রহর
পূজোতে কাটাই।

কেমন আছো ভাই?
চলছি বেগে খবর নেয়ার
সময়টা যে নাই!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here