“”পুরনো চিঠি,.
কাশীনাথ মালিক ::::::
:::::
পুরনো ডাকবাস্কে তোমার চিঠির গন্ধ,
আজও আমাকে টেনে নিয়ে যায়
পুরোনো স্মৃতির আখড়ায়
তোমার পাপড়ি মেলা একলা দুপুর,
ঝাল ঝাপটা খেলে যায়,
মাটি আর আকাশে আঙ্গিনায়।
ধানফুল, বিন্দু বিন্দু শিশিরের সঙ্গমে
দুধ আনে কচি শস্যখোসায়,
খামে ভরা তোমার অনুভব
তোমার উপস্থিতি টের পাই,
বৃষ্টি নামে খোলা জানালার আল্লনায়।
এখনও চেয়ে থাকে কাব্যেরা খাতার পাতায়
হলুদ রঙের কোন এক পাখি ডাক দেয় চিলে কোঠায়,
নেমে আসে উঠোনের বাঁ পাশে
হলুদ রঙের খাম ঠোঁটে,
সবুজের ডাক দেয় বসন্ত ।
পুরনো চিঠির ভাঁজে,
লেগে থাকা শুকনো গোলাপের পাপড়ি,
আনমনে তোমার ছবি আঁকে
হৃদয়ের ক্যানভাসে ।
শুষ্ক মৃত্তিকা এখন রোদ্দুর হতে চায়
তোমার অনুভবে, তোমার শরীরের হেলানি ছোঁয়ায়,