হে তরুন
প্রফেসর ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন
হে তরুণ, তোমরা যে আজ অধতলে!
মাদকের নেশায় ডুবে যাচ্ছো সকলে!
নিজেরাই নিজের ক্ষতি করছো।
চলে যাচ্ছো অন্ধকার জগত স্থলে!
নিজেরা নিজের ক্ষতি করলে,
কে হবে তোমাদের সাহায্যের দিশারি?
কে আসবে তোমাদের জাগাতে?
কে হবে তোমার পরিবারের কান্ডারী?
তোমরা সবাই পিছু হটলে,
কারা করবে দশের সেবা?
কে করবে এ দেশের উন্নয়ন?
বিপদের বন্ধু হবে কেইবা?
জাতির সকল ক্রান্তিকালে,
তরুণরাই তো এগিয়ে এসেছে,
জাতির স্বার্থে ঝাপিয়ে পড়েছে,
তরুণরাই জাতির হাল ধরেছে।
তোমরা একবার ঘুরে দাড়াও,
খারাপকে সবাই পিছু হটাও,
জাতিকে টেনে উপরে উঠাও,
অন্যায় অবিচারের যবনিকা ঘটাও।
তোমরাই কেবল ঘুচাতে পারো,
জাতির যতো ক্রান্তি, আকাল,
তোমরাই জাতির শেষ ভরষা,
ফিরাতে হবে সোনালি সকাল।
তোমরা তরুণ, তোমরা শক্তি,
সকল কাজকে করবে ভক্তি,
বাধা বিপত্তি অতিক্রম করে,
ছিনিয়ে আনবে জাতির উন্নতি।
হে তরুণ, পরিশ্রম করো সৎ পথে,
পুড়ে পুড়ে খাঁটি হয়ে যাও একবার,
নিজেকে শুধরাও শেষ বারের মতো ,
হয়ে যাও তোমরা সকলের অহংকার।