“ বাবা কেঁদো না —” কবিতাটি লিখেছেন আমেরিকার লস্ এঞ্জেলস থেকে কবি ও লেখক হাজেরা বেগম ।

463

বাবা কেঁদো না ——-🙏

                             ——@হাজেরা বেগম——☘️

~~~~~~~~~~~~~~~~
বাবা কেঁদো না আর তুমি
তোমার চোখের জল মুছতে
আবরার আসবে না জেনো
ও যে অভিমানে চলো গেলো
এই বর্বর অসভ্য পৃথিবী ছেড়ে
থাকতে দাও ওকে শান্তিতে স্বর্গে
তোমার দুঃখ দেখলে ও যে ব্যথিত হবে
বাবা তুমি মোনাজাতে প্রার্থণা করো-
ও যেন শান্তিতে একটু ঘুমায়—-🙏
জানো তো জানোয়ার গুলো
পশুর চেয়ে বেশী হিংসায় ওকে মেরেছে
ওর মেধাবী দৃষ্টির সচেতনেতায়
ওরা বর্বর ওরা মূর্খ পুশুর অধম নির্লজ্জ অমানুষ
তুমি কেঁদো না, আর কেঁদো না বাবা
আবরার আছে , ঐ শোন শত কন্ঠে
আমি ছিলাম আছি সবার মাঝে বেঁচে থাকবো
তোমার ই “আবরার” তোমার বুকের উষ্ণতায়
মাঝে মাঝে তোমার মনে চলে আসবো
তোমাকে আর মা কে দেখতে
তোমরা আমায় চিনে রেখো
অত্যাচার এর বেদনা নীল হওয়া
শত শরীরে যারা কষ্টে মারা যাবে
আমি যে তাদেরই একজন
তোমরা আমায় মনে রেখো
জীবনের অপূর্ণতায় “আমি আবরার”
তোমারা আমায় একটু
———আদর করো মা, মা গো —-😭
(… .. স্বপ্ন বিলাস)
Copyrights @ H Begum

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here