সমুদ্দুর
——-নাসরিন জাহান মাধুরী
রাত পোহালেই সোনালি রোদ্দুর
চোখে আমার সমুদ্দুরের নেশা
ভাসিয়ে দিয়ে মনের সাম্পান
রইনু বসে উড়িয়ে দিয়ে পাল।
পালের সাথে লাগলো হাওয়া মনে
দুলে দুলে সমুদ্দুরের ঢেউয়ে
ভাবছি বসে কেন এলাম তবে
একলা আমি নিধুয়া পাথারে
একলা ঢেউয়ে একলা আমি দুলি
হাতে ছিল শিউলি ফুলের মালা
ফুল গুলি সব মালা থেকে ছিঁড়ে
ছড়িয়ে দিলেম সমুদ্দুরের ঢেউয়ে
ভালোবাসার মালাখানি আমার
ভেসে গেলো অনেক অনেক দূরে
এত দূরে দৃষ্টি নাহি যায়
চোখে শুধুই অপার সমুদ্দুর
আছরে পড়ে দিগন্ত রেখায়।