সে কোথায়? আমার আবরার!! সন্তান হারানো মায়ের জিঘাসা ?“ফিরিয়ে এনেছে কেন ” কবিতাটি লিখেছে সৃষ্টিশীল কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী ।

564
সৃষ্টিশীল কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী

ফিরিয়ে এনেছে কেন

                               সৈয়দা কামরুন্নাহার শিল্পী

আজ রাত্রি ক্লান্তি ভরা দু নয়ন। জীবন স্বপ্ন বিরহ ব্যাথায় সিক্ত অভিসার–

কেন এত অস্থিরতা! কেন উৎসুক!
বকুলের ঘ্রাণ, মায়া মৃগ কেতকীর গন্ধ ভরা রাত সব জেগে আছে–
আমার ক্লান্ত ভরা দু’নয়নে চেয়ে, রাতের সাক্ষী হয়ে।

আমার ভাবনা, কেন জীবনের হাসি গুলো প্রভাতে প্রতিদিন বিরহ ব্যাথায় আমায় আহত করে।

রাতের হাজার তারকা আমায় যে প্রেরণা দেয় ফুলের সৌরভ সম্পদে আমায় ভরিয়ে দেয়।

আমায় গড়ে তোলে বিশ্ববিজয়নী মাতা রূপে
বিন্দু বিন্দু ভালোবাসায় নত হয় আমার ঐশ্বর্য।
আমার ভালোবাসা আমার তিলে তিলে
গড়ে তোলা রক্তকণিকা দিয়ে আমার সন্তান।

সে কোথায়? আমার আবরার!!
ফিরিয়ে এনেছ কেন? হয়নি তো সেই মধু স্বপ্ন পূরণ।আমার ঐশ্বর্য আমার সন্তান, আজকে আচ্ছাদিত কেন পুষ্প পল্লবে!

বিদ্রুপের হাসি আজ
এ জগৎ সংসারে।
উদাসীন আজ মায়ের হৃদয় কখনো কখনো
বিরহে নিরব অশ্রু জলে
নির্বাক এ ধরাতলে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here