“দাগকাটা সময় ” জীবন অনুভূতির অসাধারণ কবিতা লিখেছেন কবি অর্ণব আশিক ।

613
কবি অর্ণব আশিক

দাগকাটা সময়

                        অর্ণব আশিক

মৌনব্রত শরৎ, বিরহী সকাল
উড়ে যায় মেঘ, বৃষ্টির ফোটা কুয়াশাময়
খড়ের গাদায় লুকায় শালিক, বকরি ছানা
একটি কিশোরী নূপুর পায়ে, ঘোরলাগা চোখে।

রক্তকোরকের মত উড়ে যায় কিশোরীর দৃষ্টি
লালাভ আলোতে হামাগুড়ি দেয় মৌন সময়
ঋতুমতি হয়ে ভেসে যায় হৃদয় ছোঁয়া ঘুঘু ডাক
শরৎ বাহন কাশবন, ভাটফুল
নদীর কিনারে কিনারে উঁকি মারে
একফালি রোদ, মনভোলা
একটি কিশোর।

খড়ের গাদার আড়ালে শরৎ মেঘের মত ভেসে যায়
কিছু কথা ফিসফিস, নির্জন নিবিড়তা নেমে আসে ধীরে
দুটি হাত ছুঁয়ে থাকে , সুখ গচ্ছিত রেখে একে অপরের
একজোড়া কিশোর কিশোরী ;
সকাল গড়িয়ে যায় আকাশের নীল নিয়ে
ওরা স্থীর অপলোক চোখে।

দাগাকাটা সময় বড্ড পোড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here