“পদচিহ্ন ”কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর ভারত এর কবি মৌসুমী মিত্র ।

722
“পদচিহ্ন ”কবিতাটি লিখেছেন ভারত এর কবি মৌসুমী মিত্র ।
বিরল প্রতিভাধর ভারত এর কবি মৌসুমী মিত্র

পদচিহ্ন

               মৌসুমী মিত্র

_****_

খরতপ্ত ধরনীর বুকে গলিত লাভা অথবা
রসসিঞ্চনে লেখা ___ইতিহাস ।
সর্বংসহা নারী বুকে পুরুষ ইতিহাস ,,অভিন্ন ।
কতশত জয়- পরাজয় দিয়ে যায় পদচিহ্ন ।।
পুরুষকারে ইতিহাস অবিচল ;
আগামীর কানে অতীত চুপে চুপে কথা কয়–
বীর ভোগ্যা বসুন্ধরা ,
বৈজয়ন্তী শোভা পুরুষকারে ।
চাঁপা পরে যায় কত শত কান্না~~~
ইতিহাস তাকে ও দেয় না ফিরায়ে ।।
ফিরে ফিরে আসে ইতিহাস ভূ_ গোলের মাঝে
আবর্তনে কাল চক্র এক ই ছবি আঁকে।
সুখ- দুঃখ,হাসি – কান্নার ইতিহাস পরশ
নারীর বুকে জাগায় শিহরণ ;
বহুযুগ ধরে ইতিহাস ক্ষত
নারীর বক্ষে ধারন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here