ভারত থেকেবাংলা সাহিত্যের অন্যতম সারথি-সোনালী মিত্র এর লিখা ৬টি গুচ্ছ কবিতা

305
সোনালী মিত্র এর লিখা ৬টি গুচ্ছ কবিতা

ভয়

কত শহর ঘুমিয়ে থাকে
এক আবেগহীন হৃদয় নিয়ে
কত কান্না লুকিয়ে আছে ইটের দেওয়ালে
মৃত্যুর শীতল স্পর্শ শিহরিত করে
বাতাসের বুকে |
………………………….

মৃত্যুর নামগান

রেখে দেব অজশ্র শোক
তোমার পাথর চাপা বুকে
একদিন ইতিহাসে দোলা দেবে
কোনো বিষন্ন মৃত রাত
নীরবতার সাক্ষী হয়ে

…………………………


শেষ

নামবে বৃষ্টি হয়তো রাত শেষে
মুখোমুখি হবো এক তীব্র ঝঞ্ঝার সাথে
শেষ প্রশ্ন রেখে যাবো বোধহীন অস্তিত্বের কাছে
বৃষ্টি হয়তো নামবে হটাৎ ঠিক তখনই
সেই রাতে
……………………………….


স্পর্শের আঁচ

যদি প্রশ্ন করো
জবাব আমি দেবই আগুন হয়ে
যদি স্পর্শ করো
আঁচল দিয়ে ঢাকবো শরীর
দগ্ধ রাতের শেষে
……………………….

শূন্য

আমি স্থবির বিস্ময়ে দেখি
কত শতাব্দীর কান্না আমাকে
আলিঙ্গন করে আছে |
এক পা এক পা করে এগোই
সব শূন্যতাগুলো আমার পথে এসে
আমাকে পথ দেখায় |
……………………….

একা

সমস্ত রাতের শেষে ভোরের দেহে জন্মদাগ লেপে দেবে একটি মিথ্যার
আলো
ফিকে হবে সব বিশ্বাসের রঙিন স্বপ্ন
একা এক নির্যাসহীন দিনের হাত ধরে
আবার অপেক্ষার প্রহর গোনা |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here