(সকল বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা)
বাবার জন্য
শিলু জামান
বাবা,র মতো নেইতো কেউ এই পৃথিবীতে
তোমার শুন্যতা হয়না পূরন বিকল্প কিছুতে।
যার চলে যায় সেই জানে কি গেছে তার হারিয়ে
নিঃস্ব এই পৃথিবীতে বেঁচে থাকা শুধু চোখের জল ঝরিয়ে।
শেষ তোমাকে খাইয়ে ছিলাম দুই চামচ বেলের শরবত ,
মুচকি হেসে বলছিলো মা ,এই শরবতে বাড়ে যেনো আয়ুর বরকত ,
তারপর এই পৃথিবী পেয়েছিলে মাত্র পনের দিন,
বাবা তুমি অভিমানে রেখে গেলে ভালোবাসার ঋণ।
পনেরটি বছর গেলো তোমার পথ চেয়ে
চোখের পলক পড়েনা বাবা দুঃখ মন নিয়ে
ক্লান্ত চোখ ভীষণ একা এই পৃথিবীর বুকে
ভালো থেকো বাবা তুমি সেই দোয়া এই মুখে।