এখন আর কাঁদি না
✍️ জেরিন সুলতানা
তুমি বৃষ্টি চাওনি,
তাই সূর্যের কাছ থেকে তোমাকে রোদ এনে দিলাম
শুধু তোমাকে পাবার জন্য নিজেকে ভেঙেচুরে
আবার তোমার মনের মতো করে গড়লাম ।
একদিন হঠাৎ তোমার মন খারাপ হলো
জানিনা কেন আমাকে ডেকে তুমি বললে,
আমার সমস্ত জমানো সুখটুকু বিক্রি করে দিতে
তোমাকে ভালোবাসি বলে তোমার জন্য
আমার সবটুকু সুখ নিলামে বিক্রি করে দিলাম ।
ভালোবাসার নদীতে অবগাহন করে ডুবে গেলাম
ভীষণ ভীষণ ভালোবাসলাম তোমায়,
তাইতো আমার একাকীত্বের রাত, দুপুরে প্লাবন আসে
আমাকে ভাসিয়ে নিয়ে যায় , দূর অজানায় ।
তোমার আমার স্মৃতির শহরে
আমার নিরবতার বাঁধ ভাঙে !
তোমার অদেখা স্বপ্নের ছোঁয়ার ।
তোমার দূরে সরে যাওয়া তোমাকে না দেখা দিন
আমাকে অনেক বেশি পোড়ায় ,
তোমার লেখা সেই ডাইরির পাতার প্রতিটি শব্দ
আমাকে নিয়ে যায় তোমার কাছে ।
খুঁজে পাই তোমার আদর মাখা স্পর্শ
অনুভূতি গুলো একাকার হয় স্বপ্নে আর আশায়,
তাইতো এখন আমি আর কাঁদিনা
মিশে থাকি সারাক্ষণ শুধু তোমার ভালোবাসায় ।
দুঃখগুলো
✍️ জেরিন সুলতানা
আমার কিছু আপনকরা দুঃখ আছে
তাদের এক মুহুর্তের জন্য আড়াল করবার উপায় নেই,
দুঃখগুলো আমাকে ছাড়া থাকতে পারেনা একদমই
মাঝে মাঝে খুব একা থাকতে ইচ্ছে করে
ইচ্ছে করে দুঃখগুলোকে ছেড়ে চলে যেতে।
ইচ্ছে করে দূরে কোথাও রেখে আসি তাদের
অনেক বার চেষ্টাও করেছিলাম , ফেলে আসা দুঃখগুলো আমাকে জড়িয়ে ধরে চুমু খায় আমাকে ছাড়া নাকি ওরাও ভীষণ একাকী হয়ে পরে।
আমিও কি অবুঝ শিশুর মতো হাসতে পারি ওদের ছেড়ে, এক মূহুর্তের জন্য ওরা আড়াল হলে
মনে হয় কি যেন নেই আমার।
ওদের ছেড়ে একটু নিঃশ্বাস নিতে চাইলে,
তখন মনে হয় ঝরের বিপরীতে হাঁটছি
আমি ক্লান্ত অবসন্ন পায়ে ঘরে ফিরি এক বুক দুঃখ নিয়ে
হৃদয়ের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে ওরা ।
চাইলেই কি আর ছাড়া যায় সবকিছু
ভোরের আলো ফোটার অপেক্ষায় কাটে রাত ,
রাতের নিস্তব্ধতায় দুঃখগুলোর মরন কামর বড্ড বেশি ভয়ানক, বড্ড বেশি পোড়ায়।
তবুও ভালোবাসি ভীষণ ভীষণ ভালোবাসি দুঃখগুলো
যা কিছু আমার নয় তা দুহাতে জড়িয়ে বাঁচিনা আর
কুড়াতে চাইনি তাই সুখ , সুখের সঞ্চয় করে রাখতে চাইনি ঘরে , পথের কাঁটা পথের ধূলোয় মিশে গেছে সব
তাই শোক নেই আজ , নেই ভয় , নেই অপূর্ণতা কোন ।
সুখ দুঃখ দুইয়ের মাঝে মিল বোঝার মতো
সাধ্য নেই আজ আর।
আমি তো রবোনা ঘরের কোণে , এই একখানা
দুঃখ দিয়ে গড়া জরাজীর্ণ কুটির,একখানা ভাঙা মন
এই টুকু সম্বল আর কিছু পাওয়ার আশায় দিন কাটেনা রাত কাটেনা আর আমার ।