“ছোঁয়া নাই”শব্দের ছন্দায়িত ব্যবহারে সুমধুর শ্রুতিযোগ্যতা যুক্ত অপূর্ব কবিতা লিখেছেন দিলরুবা বেগম

359
“ছোঁয়া নাই”শব্দের ছন্দায়িত ব্যবহারে সুমধুর শ্রুতিযোগ্যতা যুক্ত অপূর্ব কবিতা লিখেছেন দিলরুবা বেগম

ছোঁয়া নাই

             দিলরুবা বেগম

কতদিন, কতকাল
দেখা নাই, ছোঁয়া নাই
উতলা এই হৃদয়,
কেঁদে চলে পলে পলে
শুধুই তোমারই
কথা ভেবে ভেবে !

আহারে !
তা-ই তো
এইমন চাই যে,
উড়ে যেতে
একটু ছোঁয়া নিতে।
হোক না অবেলা
তবুও অন্তর পুড়াবো
তোমারই অনলে।

এলো যে শরৎ
কাশফুলে ভরে গেছে চারিদিক।
আর একটিবার
আসবে কি কাঁশ বনে?
খুঁজে খুঁজে দেখি
ফিরে পাই নাকি
সেই বর্ণালী দিন , সোনালী অতীত।

এসো না দু’জনে
একান্তে নিরজনে ,
আপনায় কিছুটা সময় কাটাই ?
শেষবেলায় না হয়
আমার ইচ্ছের কাছেই
দিলে একটু জলাঞ্জলি ?

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here