ভবিতব্য না মেনে
সোনালী মন্ডল আইচ
জানি না তুমি জানো কিনা
আমি রোজ খোঁজ নিচ্ছি
কুমির ও জলের ফারাক এখনও কতটা
হাঁটি হাঁটি পা-পা করে এগোচ্ছি
আনুকূল্য দূর-অস্ত জেনেও পরিবর্তনের
আলো জ্বালাতে দেশলাই ঠুকে চলেছি
অন্ধকারটুকু কেবলমাত্র ভিতরের
জিরাফের মত লম্বা গলা বাড়িয়ে
একটা উজ্জ্বল মুহূর্তের জন্য …