চিহ্ন নিয়েছি নারীর
শামীমা সুমি
জলে ভেঙে যখন জল কাঁদে
আমি তখন চুপটি করে রই
বাতাসের কানে নিদারুণ ফিসফাস
গুজব শুনে অবেলা উদাস হই।
আমার আর চাওয়ার কি আছে?
নগদ কিছু নেই সবটাই যে বাকী
জন্ম থেকে চিহ্ন নিয়েছি নারীর
যা পাই তার অর্ধাংশ ই ফাঁকি।
মাটির সাথে তুলনা চলে আমার
সইতে হবে দুঃখ বেদনা সব
বুক ফাঁটলে কঠিন বেদনা ঝড়ে
চিৎকার করে তোলা যাবে না রব।
আমার দেহ আমার নিজের নয়
সমাজের চোখে খেলার উপকরণ
ওরা সাজাবে ওরাই ভাঙবে আবার
এটাই হয়তো ওদের খেলার ধরণ।
জন্ম থেকে ভাঙবে চূরবে সমাজ
আমার কষ্ট কাউকে দেখাতে নেই
ভালোবাসায় ছলনার জালবোনা
ইচ্ছেরা সব সেখানে হারায় খেই।
বোঝে না কেউ আমারো পাঁজর ভাঙে
বুকে আমার উঠে বিষাদের ঢেউ
আমার কষ্ট আমি যে নীরবে গিলি
আমার অশ্রু মুছতে আসে না কেউ।