আমায় তুমি তুচ্ছ কর
ছন্দা দাশ
ভুল কি শুধুই আমার কেবল
একার ছিলো?
একলা আকাশ তাই কি
আমার মেঘলা হলো?
উঠোন জুড়ে ফুলের মেলা
তোমার ওধার
শূণ্যে কাঁদে মর্মরে হায়
আমার এধার।
আজকে তুমি আমায় এমন
তুচ্ছ করো
পালের হাওয়া বদলে গেছে
নবীণ প্রেমে
প্লাবনে তাই আর ভাসেনা
জোয়ার তোমার
এবং তুমি আজকে আমায়
তুচ্ছ করো
এবং তুমি তুচ্ছ করো।