ওপার বাংলার কবি অনিকেত মহাপাত্র এর কবিতা “সময় কথা বলে”

958
Doinik-Alap-Poem-Kobi-কবি-অনিকেত-মহাপাত্র-Kobita-কবিতা-সময় কথা বলে
কবি অনিকেত মহাপাত্র

সময় কথা বলে

অনিকেত মহাপাত্র

 

ব্যাটন তোমার হাতেই ছিল
যতগুলি মশাল যাচ্ছিল এগিয়ে
অন্ধকার জমিয়ে বসে
ছিল না সম্ভাবনা
অভ্যুদয়ের
আগুনও যেন শীতল বরফ
নাকি আগুনের ছবি
মাংস ছিল আমার হাতে
ব্যাটনটা তো তোমার
ওল্টানো কলসির মতো
শুয়ে আছে যারা, আজও
তুঙ্গে ছিল বিশারদ
হস্তী কিংবা গজ
শ্বেত কোনো বিভীষিকা
জাতির জীবনে , কোন গণনা
কার চোখে ধরা দেয়
ধবধবে ধ্বংস নিশ্চিত
তোমার হাতে ছিল ব্যাটন
বেগটুকু আমারই নিয়ন্ত্রণে
মুক্তিটা আজও অধরা !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here