ওপার বাংলার কবি অনিকেত মহাপাত্র এর কবিতা “আরক্ত শয়তানি”

564
Doinik-Alap-Poem-Kobi-কবি-অনিকেত-মহাপাত্র-Kobita-কবিতা-আরক্ত শয়তানি
কবি অনিকেত মহাপাত্র

আরক্ত শয়তানি

অনিকেত মহাপাত্র

 

আপনার ঘর পুড়লে কী করবেন?
আমার ওপর দোষারোপ
নাকি ফৌজদারি মামলা !
ভাবতে ভাবতে জানি দিন গড়িয়ে যাবে
যুবক থেকে বৃদ্ধ হয়ে যাওয়াও বিচিত্র নয়
চিনি আপনাকে, আপনার বিবেচনার ওপর
অগাধ আস্থা রেখে চলি
সারাদিন গুনগুনিয়ে আগুন ডেকে আনা
নটবর আজকাল বেড়ালের বিভঙ্গে
টেনে নেয় আদরের একাকার ভাষ
হ্যাপিওয়ালা সেলফি তুলেই সাবাড়
ফিলিং ফেস্টিভ নেহাতই ভরসা যোগায়
কেমন করে ওয়ালগুলো ধূম গুলে গুলে
ভ্যানিশ হবার জোগাড়, জহুরিরা আজকাল
ভুল করে, রূপসার নির্ঘাত কোনো ভুতড়ে
কান্ড পিন্ডরালোহা গাঁয়ে শিবির গড়ে
কবুতর ওড়ানোর নিশ্চিন্ত দিন ফারাকের
ফাঁক গলে উড়ু উড়ু মনের আলনায়
ঝুম চাষের ধাপ, হৃদয় ভাঙার খাঁজগুলো
ভরাট হবার প্রতীক্ষায় মগ্ন নগ্ন জানু !
হাঁড়িয়াভাটির আড্ডাগুলো হারিয়ে যায়,
গলা কাটার বিবর্ণ ফরমেট মিলত
গিলত গোগ্রাসে আবহাওয়ার খবর
প্রত্যাশা তার প্রত্যেক বিকেলে
মৃত্যু বাতাস বইবে হু হু হু হু
গায়ে তার আমার তোমার নাম
শয়তানের নাম জপে যদি মুক্তি পায় !

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here