কল্পনায় জাপটে ধরো দেহ, তুলে রাখো শব্দকাতরতা!!।তারুণ্যের কবি রেবা হাবিব এর জীবন চিত্রের অসাধারন কবিতা“অন্যরকম ভালোবাসা”

431
তারুণ্যের কবি রেবা হাবিব এর জীবন চিত্রের অসাধারন কবিতা“অন্যরকম ভালোবাসা”
তারুণ্যের কবি রেবা হাবিব

অন্যরকম ভালোবাসা

                              রেবা হাবিব

দু’জন দু’জনকে আধাআধি চিনেছিলাম
প্রথম দেখায় প্রেম!!
ঠিক যেমন সিনেমা গল্পের মাঝে জমে উঠে।
ক্ষনে ভুল বোঝাবুঝি, ক্ষনে অভিমান
পরক্ষনে শান্তি একগোছা রজনীগন্ধা।
ক্ষনে ক্ষনে মনে হতো উড়াল দেই
গন্তব্যের সঠিক ঠিকানায়।
বড় সাধ জাগে ভালোবেসে ভেজাই চিবুক!
অথচ কেউ কাউকে অতটা ভালবাসিনি
সবকিছুই ছিল আধাআধি।
তারপর চুপচাপ একদিন চলে যাই অনেকদুরে
স্মৃতিতে রেখে আসিনি ঠোঁটযুক্ত রোদ
ঝরনায় স্নান করার সঙ্গের অনুভূতি!!
হঠাৎ একদিন ক্ষুদে বার্তা পাঠাই।
জানাই তাকে পড়ো আমাকে, নামটি রয়ে গেছে যে তোমার কাছে!!
শরীরের সবখানে বিঁধে আছো বড্ড ব্যাথা লাগে।
কল্পনায় জাপটে ধরো দেহ, তুলে রাখো শব্দকাতরতা!!
কোন একদিন দেখা হবে তোমার সাথে
হয়ে যাবে অন্যরকম ভালোবাসা।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here