কর্ণফুলি
আনজানা ডালিয়া
ঝিরঝিরে বৃষ্টির ছাটকণা আর বৈরী বাতাসে খুঁজে ফিরি অস্তিত্ব
সাথে হয়তো ছিলো সুন্দর পৃথিবীর মায়াতে
নিজেকে পুনঃস্থাপনের অপচেষ্টা।
উত্তাল তরঙ্গে মনটাকে তরঙ্গায়িত করে শ্রাবনমায়া।
ওরে কর্ণফুলিরে ,
ফিরিয়ে দে রে
মুদ্রিত রোশনাই।
তৃষ্ণার বুকে বর্ষাতির আনাগোনা।