কবি মোঃ মামুন মন্ডল এর লেখা “ভালোবাসা ভালো নেই ”। প্রতিভা সন্ধান কাব্য পরিষদে আজকের( ২৫/০৮/১৯ ইং) কবিতাগুলোর মাঝে সেরাদের সেরা নির্বাচিত হয়।

648
কবি মোঃ মামুন মন্ডল

ভালোবাসা ভালো নেই

            _____মোঃ মামুন মন্ডল

(প্রতিভা সন্ধান কাব্য পরিষদে আজকের( ২৫/০৮/১৯ ইং) কবিতাগুলোর মাঝে সেরাদের সেরা নির্বাচিত হয়)

ভালোবাসা ভালো নেই
কৃত্রিম প্রেম শেকড় গেড়েছে বুকে,
মলিন ধুলোয় বিশ্বাস পদপিষ্ট হয়েছে কবে সেই
ভালোবাসা ভালো নেই।
দেহের খোরাকে আজ
ভালোবাসা বিবর্ণ ফ্যাকাসে
ভ্রষ্ট কামনায় বিভোর প্রেমীক
কলঙ্কের কালো ধোয়া মিশে গেছে আকাশে বাতাসে।
মুঠো ফনে দিন ভর প্রেমালাপ
ভালোবাসায় এনে দিয়েছে তিক্ত স্বাদ
পবিত্র প্রেম দগ্ধ হয়েছে কবে সেই
ভালোবাসা ভালো নেই।
সে যুগ হয়েছে বাসি,,
যে যুগে হলুদ খামে প্রেম হতো নিবেদন,
শত অপেক্ষার প্রহর গুনে
উত্তরের প্রতিক্ষায় উত্তাল মন।
সে প্রেমে ছিলো না শরীরের স্বাদ নেয়ার বাসনা
ছিলো না অবিশ্বাসের গন্ধ,,
শুধু এতটুকু ছিলো হৃদয় সুতোর টান
ছিলো নিষ্পাপ ভালোবাসার অনাবিল ছন্দ।
প্রেম আজোও আছে পার্কের নির্জনতায়
অথবা আবাসিকের বন্ধ দরজার ওপাশে,,
এটাকেই এ কালে প্রেম বলে আখ্যা দেই
তবে ভালোবাসা ভালো নেই।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here