“বাতাস!!”অণু কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি রেবা হাবিব। আগস্ট ২৫, ২০১৯ 322 Share on Facebook Tweet on Twitter সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি রেবা হাবিব। বাতাস!! রেবা হাবিব স্বতঃপ্রনোদিত হয়ে যেভাবে আসতে চাও চলে এসো ক্ষণস্থায়ী যাত্রা হোক তোমার সাথে। চোখ ঢুকে যাক সবুজ গলিয়ে বনের গভীরে উষ্ণ আলিঙ্গনে মুচড়ে পড়ুক পুস্পমালা। মায়াবী হরিণ নয়নে ছুটছি প্রচণ্ড ক্ষুধাতৃষ্ণা বুকে নিয়ে শস্যসজল উপকূলে।